ভারতকে হারাতে টাইগ্রেসদের লক্ষ্য ১৪৩

  24-02-2020 07:00PM

পিএনএস ডেস্ক : সপ্তাহদুয়েক আগে ফাইনাল ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুবাদের সেই সাফল্যকে অনুপ্রেরণার উৎস হিসেবে নিয়েই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা।

কাকতালীয়ভাবে বিশ্বকাপে নারী দলের প্রথম ম্যাচেও প্রতিপক্ষ ভারতের নারীরা। সে ম্যাচে ভারতীয় নারী দলকে ১৪২ রানে আটকে ফেলেছে সালমা খাতুনের দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে বাংলাদেশ নারী দলকে করতে হবে ১৪৩ রান।

দলের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক সালমা খাতুন ও পেসার পান্না ঘোষ। দুজনই নিজেদের ৪ ওভারে ২৫ রান খরচায় নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়া ভারতের বাকি দুই উইকেটই পড়েছে রানআউটের মাধ্যমে।

পার্থের বিখ্যাত ওয়াকা স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভারতকে ঝড়ো সূচনাই এনে দিয়েছিলেন ডানহাতি ওপেনার শেফালি ভার্মা।ফলে দ্বিতীয় ওভারে তানিনা ভাটিয়া মাত্র ২ রান করে ফিরে গেলেও, রানের চাকা থামেনি ভারতের।

শুরু থেকেই মারমুখী ব্যাটিংয়ে মাত্র ১৭ বলে ৩৯ রান করেন শেফালি। এ ঝড়ো ইনিংসে ২ চারের পাশাপাশি ৪টি বিশাল ছক্কাও হাঁকান তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারে শেফালির ঝড় থামান পান্না। তিনবারের চেষ্টায় আকাশে ভেসে আসা বল তালুবন্দী করেন শামীমা সুলতানা।

শেফালির বিদায়ে স্লথ হয়ে আসে ভারতের ইনিংস। তেমন কিছু করতে ব্যর্থ হন অধিনায়ক হারমানপ্রিত কৌর (১১ বলে ৭), দিপ্তি শর্মা (১৬ বলে ১১) এবং রিচা ঘোষ (১৪ বলে ১৪)। তবে জেমিমাহ রদ্রিগেজ ৩৭ বলে ৩৪ এবং ভেদা কৃষ্ণামুর্থি ১১ বলে ২০ রান করে দলকে ১৪২ রানের সংগ্রহ এনে দেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন