লিটনের সেই আউট প্রসঙ্গে যা বললেন শান্ত

  25-03-2024 04:39PM

পিএনএস ডেস্ক : যে পিচে লঙ্কান দুই ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন, সেখানেই চরম ভরাডুবি বাংলাদেশের ব্যাটারদের। শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় গতকাল (রোববার) চোখের পলকে ৩৭ রানে ৫ উইকেট হারানোর পরই সিলেট টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। আজ মুমিনুলের ব্যাটে সফরকারীদের জয়ের অপেক্ষা কিছুটা বাড়লেও টিম টাইগার্সের ৩২৮ রানের বিশাল বড় পরাজয় ঠেকানো যায়নি।

দ্বিতীয় ইনিংসে পাহাড়সম রান তাড়ায় দল যখন ৩৭ রানে ৪ উইকেটে হারিয়ে বিপদে, তখন লিটন দাসের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের ক্রিজ ছেড়ে পুল করতে গিয়ে আউট হওয়াটাও মানতে পারছেন না কেউই। লিটনের এমন আউটের পর থেকে শুরু হয়েছে চারদিকে সমালোচনার ঝড়।

আজ ম্যাচ শেষের পর লিটনের আউটের ধরন নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, 'লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না। আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিৎ। আমার মনে হয় মিস জাজমেন্ট। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে কামব্যাক করবে।'

শান্ত আরও বলেন, 'নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছে। কেন খেলেছেন কী কারণে খেলেছেন এটা নিয়ে ব্যাটিং কোচ তার সাথে কাজ করবে। এটা আমার কাজ না। এ আউট নিয়ে খুব বেশি কথা বলার দরকার সেটাও আমি মনে করছি না। ঠিকমতো হলে এটা নিয়ে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এ ধরনের আউট যেন না হয়, ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।'

এদিকে লিটনের এমন আউট নিয়ে গতকাল হতাশা প্রকাশ করেছিলেন নির্বাচক আব্দুর রাজ্জাক। সিলেটে তিনি গণমাধ্যমকে তিনি বলেন, 'টেস্ট ম্যাচে একজন সিনিয়র ব্যাটসম্যান এভাবে আউট হওয়া ঠিক নয়। আসলে লিটন দাস একা বলে নয়, এখানে কিন্তু ৫টা উইকেট পড়ে গেছে (গতকাল পর্যন্ত)। সবারই ভুল। যারা যারা টেস্ট ম্যাচ খেলছে, তাদের ওর বয়স কম, ও ছোট, ও এখনো পাকাপোক্ত হয়নি, এগুলো বলার আসলে সুযোগ নেই। এ রকম সুযোগ এলে হ্যান্ডেল করতে পারবে বলেই তাকে দেওয়া হয়েছে। কারও একার দোষ নয়।’

গতকাল দিনের শেষে সংবাদ সম্মেলনে লিটনের আউটের ব্যাখা নিয়ে মিরাজ বলেন, 'এটার ব্যাখ্যা আসলে যে প্লেয়ার খেলে সে ভালো বলতে পারবে। পরিস্থিতি অনুযায়ী ওই মোমেন্টে কী চিন্তা করছে। আমার কাছে মনে হয় শেষ দিকে এটা কঠিন অবশ্যই। আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। আলাদা করে আউটগুলো আমাদের যেগুলো হয়েছে হতাশাজনক।'

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন