অনলাইন ব্যবসায়ীদের ৬০ ভাগই নারী

  09-02-2018 05:42PM

পিএনএস ডেস্ক:দেশে অনলাইন ব্যবসায় জড়িতদের ৬০ ভাগই নারী। ই-কমার্স অ্যাসোসিয়েশন ই-ক্যাবের হিসেবে, এসব নারীর বেশিরভাগই যুক্ত আছেন ফেসবুক পেইজভিত্তিক ব্যবসায়।

তবে যথাযথ প্রশিক্ষণ ও সহায়তার অভাবে সফল উদ্যোক্তায় পরিণত হতে পারছেন না অনেকেই। এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ দিচ্ছেন গবেষকরা।

অনলাইন ব্যবসায় পরিধি দিন দিন বাড়ছে। ই-ক্যাবের হিসেব বলছে, এক হাজার ওয়েবসাইট ও ১০ হাজার ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বেচাকেনা হচ্ছে অনলাইনে। এতে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান।

২০১৪ সালে অনলাইনে বিক্রি হয়েছে ৪০০ কোটি টাকার পণ্য। এরপর তিনবছরে বিক্রি বেড়েছে তিনগুণের বেশি।

এক পরিসংখ্যানে দেখা গেছে, অনলাইন জগতে ব্যবসায় জড়িতদের বেশিরভাগই নারী। বাড়িতে থেকেই অনেক নারীই যুক্ত হচ্ছেন অনলাইন ব্যবসায়।

স্বল্প পুঁজিতে ব্যবসা করা যাচ্ছে বলে অনেক নারীর রয়েছে পণ্য বিক্রির ফেইসবুক পেইজ। জটিলতা এড়াতে তাদের ট্রেড লাইসেন্সের আওতায় আসার পরামর্শ দিচ্ছে ই-ক্যাব।

অনলাইনে ব্যবসায় জড়িতদের অনেকেই জানেন না কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। তাই ব্যবসা টেকসই করতে প্রশিক্ষণের তাগিদ গবেষকদের।

বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ অনলাইন ব্যবসা ক্ষেত্রেও সম্প্রসারিত করার তাগিদ দিচ্ছেন গবেষকরা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন