ক্যানসার বৃদ্ধিতে সাহায্য করছে বিশেষ এই প্রোটিন

  22-02-2018 02:52PM

পিএনএস ডেস্ক : ক্যানসার ছড়িয়ে পড়ার জন্য দায়ি একটি বিশেষ প্রোটিন৷ সম্প্রতি একটি পরীক্ষায় একথা প্রমাণিত হয়েছে৷ এর নাম রাস (Ras) প্রোটিন৷ এটি কোষের পর্দায় বিস্তারলাভ করে৷ এর ফলে ছড়িয়ে পড়ে ক্যানসার৷

ইলিনোয়িস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি এটি প্রমাণ করেছেন৷ তাঁরা জানিয়েছেন, বিশেষ ধরনের এই প্রোটিন নিয়ে তাঁরা পরীক্ষা করেছেন৷ রাসের মতো প্রোটিন তাদের রাস্তা তৈরি করে কোষের উপর৷ যখন একটি কোষ থেকে আর একটি কোষ তৈরি হয়, তখন এটি তার কাজ শুরু করে৷ এর ফলে দেহের অন্যভাগে এটি স্থানান্তরিত হয়৷

উদাহরণস্বরূপ, ৯৮% অগ্নাশয়ের ক্যানসারের ক্ষেত্রে রাস প্রোটিন পরিবর্তনের ফলেই তৈরি হয়৷ অনেকদিন ধরে ক্যানসার গবেষণায় রাস প্রোটিনের উপর নজর রেখেছিলেন গবেষকরা৷ কারণ কোষ বিভাজনের ক্ষেত্রে এই প্রোটিনের “on/off switch” সংকেত কাজ করে৷ ফলে স্বাস্থ্যকর কোষ তৈরি বাধাপ্রাপ্ত হয়৷ কোষ পর্দায় এই প্রোটিন নিজেরা এটি বাঁধন তৈরি করে৷

স্টিফেন স্লিগার ও তাঁর টিম গবেষণা করে জানতে পেরেছেন, রাস প্রোটিনের KRas4b বেশি শক্তভাবে কোষ পর্দায় বাঁধন তৈরি করে৷ KRas4b-এর একটি দিক বাঁধন তৈরি করে৷ সেটি যদি অ্যাক্টিভ সাইড হয়, তাহলে কারোর সঙ্গে এটি সংস্পর্শে আসতে পারে না৷ কিন্তু যদি ইনঅ্যাক্টিভ সাইট বাঁধন তৈরি করে, তবে অ্যাক্টিভ সাইড ফাঁকা থেকে যায়৷ সে সংকেত প্রক্রিয়া চালিয়ে যায়৷ এর ফলেই ক্যানসার হয়৷ KRas4b-এর ফ্যাটি অ্যাসিড কোষ পর্দার সঙ্গে সংযোগ নিয়ন্ত্রণ করে৷ স্লিগার জানিয়েছেন, কোষ পর্দা এক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা পালন করে৷ বিভিন্ন প্রোটিনের পরমাণু থেকে আসা সংকেত তারাই নিয়ন্ত্রণ করে৷

গবেষণার বিস্তারিত নিয়ে “Mechanisms in cancer signaling: The role of the membrane in the recruitment of the oncogene KRas4b” নামে একটি বই প্রকাশিত হচ্ছে৷ বইয়ের লেখক স্টিফেন জি স্লিগার, মাইকেল সি গ্রেগয় ও মার্ক ও ম্যাকলিয়েন৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন