হবিগঞ্জের লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  19-12-2018 04:37PM

পিএনএস ডেস্ক : হবিগঞ্জের লাখাইয়ে জমির পানি ছাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার উপজেলার ভুমাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের পঞ্চায়েত প্রধান মহরম আলী এবং জজ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এর প্রেক্ষিতে মঙ্গলবার উভয়পক্ষের লোকজনের মধ্যে জমি’র পানি ছাড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ইয়াহিয়া মিয়া (২৫), ফারুক মিয়া (৩৫), জয় বাহার (৩৫), আব্দুল মোতালিব (২০), আব্দুস শহীদ (৫০), আব্দুল ওয়াদুদ (৪৮), ওয়াহাব মিয়া (৬৫), শফিকুর মিয়া (৫০), শেফু মিয়া (২০) ও ইমন মিয়াকে (১৮) সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

লাখাই থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন