মাগুরায় ১২১ প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ

  22-02-2019 03:53PM


পিএনএস ডেস্ক: মাগুরা জেলা সমাজ সেবা অফিসের প্রতিবন্ধী সেবা ও পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে ১২১ জন প্রতিবন্ধীর মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্বে সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ।

প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার, হেয়ারিং এইডসহ বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ দেওয়া হয়। এরপর অতিথিবৃন্দ ভ্রাম্যমান প্রতিবন্ধী সহায়তা ট্রাক ঘুরে দেখেন।

পরে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর শহরের পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া খেয়া ঘাট- জেটিসি গোডাউন ঘাটে নবগঙ্গা নদীর উপর নির্মিত ১৭৫ মিটার দৈর্ঘ্য শেখ কামাল সেতুর উদ্বোধন এবং মাগুরা সদর থানায় নির্মিত গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশিং সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী তাসমিন আক্তার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন