ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে যা করবেন
21-10-2024 06:21PM
পিএনএস ডেস্ক: নানান কারণে ফ্রিজের ভেতর অতিরিক্ত বরফ জমতে পারে। এটি শুধু ফ্রিজের কার্যক্ষমতা কমিয়ে দেয় না, বরং বিদ্যুৎ খরচও বাড়িয়ে দেয়। বিভিন্ন কারণে এমন হতে পারে। বেশিরভাগ সময় ব্যবহারের ভুল পদ্ধতি এবং অসাবধানতায় হতে পারে। যেমন-ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ না করাফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ না হলে বাইরের গরম বাতাস ফ্রিজে ঢোকে, যা ভেতরের ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে গিয়ে বরফ জমার কারণ হয়।রবার গ্যাসকেট নষ্ট হয়ে যাওয়াফ্রিজের দরজার চারপাশে থাকা রবার গ্যাসকেট নষ্ট হলে বা ফেটে গেলে, ফ্রিজের ...বিস্তারিত