পিএনএস ডেস্ক: গত বুধবার গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। রক্তাক্ত অবস্থায় তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পর এখন আশঙ্কামুক্ত অভিনেতা। তবে এ ঘটনায় মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে নিজের উদ্বেগ জানিয়েছেন অভিনেত্রী কারিশমা তান্না।
সাইফ আলী খান-কারিনা কাপুর খান দম্পতির প্রতিবেশী কারিশমা তান্না। ভারতীয় গণমাধ্যম ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি। ‘এটা খুবই ভীতিকর অবস্থা।
আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, তখন নিচে অনেক নিরাপত্তারক্ষী। এই ঘটনা পুরো বান্দ্রার জন্যই একটা ওয়েক আপ কল।’
কারিশমা জানান, নিরাপত্তা জোরদার করতে তিনি আগে থেকেই কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে আসছিলেন।
কারিশমার ভাষায়, ‘আমাদের এই আবাসন প্রকল্পের সঙ্গে যুক্ত সবাইকে আমি অনেক দিন ধরেই নিরাপত্তা বাড়াতে বলে আসছিলাম। এক বছর বা আরও আগে থেকেই এটা বলে আসছি। আমি মনে করি, এখানে যাঁরা নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাঁদের যথাযথ প্রশিক্ষণ দরকার। দুষ্কৃতকারী নিরাপত্তার ফাঁক গলে কীভাবে আপনার বাড়িতে ঢুকে পড়ছে? এটা খুবই ভীতিকর পরিস্থিতি।’
কারিশমা তান্না মনে করেন, এ ঘটনা সবার জন্যই একটা বড় শিক্ষা। কারিশমা আশা প্রকাশ করেন, সাইফের ওপর হামলার পর নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে ভাববেন।’
এসএস
আগেই সাইফের বাসার নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছিলেন কারিশমা তান্না
19-01-2025 12:02AM