পিএনএস ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় একটি খনির কাছে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন কয়লা খনি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। খবর রয়টার্সের
একটি ট্রাক শ্রমিকদের নিয়ে হারনাই এলাকার খনিতে যাচ্ছিল, তখন হামলাটি ঘটে। বেলুচিস্তানে অনেকদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছে।
পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘রাস্তার পাশে একটি ঘরে তৈরি বোমা পেতে রাখা হয়েছিল। কয়লা খনি শ্রমিকদের বহনকারী ট্রাকটি সেখানে পৌঁছতেই বোমাটি বিস্ফোরিত হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বোমাটির বিস্ফোরণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হতে পারে।’
তবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
অঞ্চলটির ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানান, ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন।
ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান একটি খনি সমৃদ্ধ অঞ্চল। এখানে স্থানীয় স্বাধীনতাকামী বেলুচরা প্রায় এক দশক ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে। তাদের পাশাপাশি অঞ্চলটিতে জঙ্গিদের তৎপরতাও উল্লেখযোগ্য।
পিএনএস/এএ
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১
14-02-2025 06:56PM
![](/static/image/upload/news/2025/02/14/2aa9d6e854a206cece320636e17770c4_5_1739537310.webp?w=550&h=350)