বিপ্লবের নামে উসকানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে: নুর

  07-02-2025 04:57PM

পিএনএস ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিপ্লবের নামে জনগণকে উসকানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে যেন থার্ড পার্টি ক্ষমতা টেকওভার করতে পারে।

তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশ ছাড়া অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া ঠিক হবে না। মব উসকে দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে তা দেশের জন্য ভালো হবে না।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে এ কথা বলেন তিনি।

নুরুল হক বলেন, কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার। গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয়। প্রকাশ্যে সহিংসতা সমর্থন করেন না বলে তিনি জানান।

এ ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের কয়জন নেতাকে গ্রেফতার করা হয়েছে- এমন প্রশ্ন তুলে হক বলেন, উপদেষ্টাদের অনেকের পরিচিত তাদের তদবিরে শেখ হাসিনার আমলে যেমন মাফিয়াগিরি করেছে, দুর্বৃত্তায়ন করেছেন, তেমনিভাবে তাদের ব্যবসা-বাণিজ্য, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

নুর বলেন, জনগণের চোখে ধুলা দেওয়া হচ্ছে। রাজনৈতিক ফায়দা লোটার জন্য উসকানি দেওয়া হচ্ছে। দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই।

তিনি বলেন, এ অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না। এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন থাকবে দেশে নতুন নতুন সংকট তৈরি হবে।

এ সময় দ্রুত নির্বাচন কিংবা আরও সময় লাগলে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান নুরুল হক নুর।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন