প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি

  08-02-2025 12:39AM

পিএনএস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর এই বৈঠক হতে পারে। একইসঙ্গে আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে যাবে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়ে বিএনপির একটি সূত্র বলেছে, আগামী রোববার বেলা সাড়ে ৩ টায় নির্বাচন কমিশনে যাবেন নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাত করতে যাবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়ার ব্যাপারে শায়রুল কবির খান বলেন, “আগামী রোববার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর এই বৈঠক হতে পারে।” একইদিন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও দেশে ফিরবেন বলে জানান তিনি।

গত ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তার মেয়ে জায়মা রহমান। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭ টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে হয় অনুষ্ঠানটি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন