কেনের রেকর্ড গড়া ম্যাচে বায়ার্নের বড় জয়

  24-09-2023 03:05AM

পিএনএস ডেস্ক : টটেনহ্যাম ছেড়ে চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখে নাম লিখিয়েছেন হ্যারি কেন। জার্মান ক্লাবটিতে এসে দুর্দান্ত শুরু করেছেন ইংলিশ তারকা। বুন্দেসলিগার লড়াইয়ে ভিএফএল বোচুমের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ড অধিনায়ক। সেই সঙ্গে গড়েছেন নতুন রেকর্ডও। কেনের রেকর্ড গড়া ম্যাচে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

বোচুমের জালে তিনটি গোল দিয়ে বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে একমাত্র বায়ার্ন ফুটবলার হিসেবে ছয় বা তার বেশি গোলের রেকর্ড গড়েছেন কেন। বায়ার্নের হয়ে এত গোল করতে পারেননি অন্য কেউ। এরআগে বায়ার্নে হয়ে গের্ড মেলার, মিরোস্লাভ ক্লোস এবং মারিও মান্দজুকিচ প্রথম পাঁচ ম্যাচে পাঁচটি গোল করেছিলেন।

আলিয়াঞ্জ অ্যারেনায় বোচুমকে ৭-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের হয়ে হ্যারি কেনের হ্যাটট্রিকের পাশাপাশি বাকী চারটি গোল করেছেন এরিক ম্যাক্সিম, মাথিজস ডে লিগট, লেরয় সানে ও ম্যাথিস টেল।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন