অলিম্পিক ফুটবল: ফ্রান্সকে কাঁদিয়ে সেমিফাইনালে ব্রাজিল

  04-08-2024 12:38PM

পিএনএস ডেস্ক: ব্রাজিল পুরুষ ফুটবল দলের ফুটবল মাঠে সময়টা ভালো যাচ্ছে না। তবে আলো ছড়াচ্ছেন নারী ফুটবলাররা। দুর্দান্ত ফুটবল খেলে অলিম্পিকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

শনিবার (৩ জুলাই) রাতে নাঁতেসে দলের সেরা তারকা মার্তাকে ছাড়াই খেলতে নেমেছিল ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে লালকার্ড দেখেছিলেন মার্তা। যে কারণে ফরাসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তাই কিছুটা হলেও স্বস্তিতে ছিল স্বাগতিকরা। তবুও শেষ রক্ষা হয়নি তাদের। সেই সঙ্গে অলিম্পিকের সেমিতে খেলার সুযোগ পাচ্ছেন ৬ বারের বর্ষসেরা এই নারী ফুটবলার।

এদিন ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন গাবি পোর্টিলহো। ফ্রান্সের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ে দুর্দান্ত শট নেন এই ব্রাজিলিয়ান। ৮২ মিনিটের সেই শটে পরাস্ত হয় ফরাসি গোলরক্ষক কোস্টানসে পিকোড। ফরাসিদের জাল কাঁপিয়ে আনন্দে আত্মহারা ব্রাজিলের ফুটবলাররা।

প্রথমার্ধে অবশ্য দারুণ একটি সুযোগ মিস করেছে ফ্রান্স। পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ফরাসিরা। ১৬ মিনিটে ফ্রান্সের সাকিনা কারসাউয়ের পেনাল্টি শট রুখে দিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক লরেঞ্জো।

ক্যারিয়ার জুড়ে দুদান্ত পারফর্ম করলেও এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে অলিম্পিক কিংবা নারী বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি মার্তার। দুইবার শিরোপার কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে রৌপ্য জিতেছিল ব্রাজিল।

ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে সেলেসাওরা। এই ম্যাচে জিতলেই পদক নিশ্চিত হবে ব্রাজিলের। তাতে স্বপ্ন পূরণ হবে মার্তারও।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন