১ রান নিতেই ৮ উইকেটের পতন!

  25-10-2024 05:46PM

পিএনএস ডেস্ক : অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ওয়ানডে কাপে ঘটেছে এক ভুতুড়ে কাণ্ড। ৫২ রানে ছিল ২ উইকেট। সেখান থেকে মাত্র ১ রান যোগ করতেই পড়ে যায় ৮ উইকেট। এতেই ৫৩ রানে হয় অলআউট। সেই ১ রানও আবার এসেছে ওয়াইড থেকে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিশ্বের সবচেয়ে দ্রুতগতির পিচ পার্থের ওয়াকা গ্রাউন্ডে তাসমানিয়া মুখোমুখি হয়েছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। সেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৫২ রান তুলে ফেলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

কিন্তু এরপরই অদ্ভুতুড়ে ব্যাটিং ধস নামে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। পরের বলেই ক্যামেরুন ব্যানক্রাফটকে এলবির ফাঁদে ফেলেন ওয়েবস্টার। সেখান থেকে শুরু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ১৬তম ওভারের চার নম্বর বলটি ওয়াইড দেন বিউ ওয়েবস্টার। স্কোরবোর্ডে জমা হয় এক রান।

মাত্র ২৮ বলের মধ্যে ৮ উইকেট হারিয়ে ৫৩ রানে অলআউট হয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। প্রথম চার ব্যাটার ছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে আর কেউই রানের খাতা খুলতে পারেননি। ছয়জন ডাক মেরে আউট হলেও একজন অপরাজিত ছিলেন শূন্য রানে।

তাসমানিয়ার পক্ষে বিউ ওয়েবস্টার নেন ৬টি উইকেট। জবাবে মাত্র ৮ ওভার ৩ বলে ৭ উইকেটের জয় পায় তাসমানিয়া।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন