ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে বড় পুঁজি পায়নি পাকিস্তান

  14-02-2025 07:10PM

পিএনএস ডেস্ক: ফাইনালে ব্যর্থ হয়েছে টপ অর্ডার। মিডল টেনেছে দলকে। তবে দীর্ঘ হয়নি কারোর লড়াই। শেষদিকে টেলএন্ডারের ব্যাটে পাকিস্তান এনেছে মাঝারি পুঁজি। ত্রিদেশীয় সিরিজের ট্রফি ঘরে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবার বড় দায়িত্ব সামলাতে হবে স্বাগতিক বোলারদের।

করাচিতে কিউইদের বিপক্ষে ফাইনালে পাকিস্তান থেমেছে আড়াইশ রানের আগেই। ফিফটি পায়নি কেউ। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান এসেছে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। চারটি উইকেট নিয়ে পাকিস্তানকে থামিয়ে রাখেন উইল ও’কারোক। শিরোপা জিততে কিউইদের প্রয়োজন ২৪৩ রান।

তিন দেশিয় সিরিজের আগের ম্যাচে যেভাবে রান উঠেছিল, সেই হিসেবে ধারণা করা হচ্ছিল পাকিস্তান বুঝি রান পাহাড়ে চাপবে। কিন্তু ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা উল্টো মহাবিপদে পড়ে গিয়েছিল। মিডলের লড়াইয়ের পরও মনে হচ্ছিল রিজওয়ানের দল বুঝি দুইশ রানও জমা করতে পারবে না। তবে শেষদিকে সেটি আড়াইশ অবধি টেনে দেন নাসিম শাহ ও ফাহিম আশরাফ।

পাকিস্তান তাদের শুরুর ৮ উইকেট হারায় ২০২ রানে। নবম উইকেটে ফাহিম ও নাসিম ৩৯ রানের জুটি গড়েন। ফাইনালে পাকিস্তানের কেউ পায়নি ফিফটির দেখা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করা রিজওয়ান ও সালমান আগা যা লড়াই করেছেন। সর্বোচ্চ ৪৬ রান করেছেন রিজওয়ান। ৬৫ বল খেলে ৪৫ রানে থেমেছেন সালমান আগা।

তৈয়ব তাহির ৩৩ বলে ৩৮, বাবর আজম ৩৪ বলে ২৯, ফাহিম আশরাফ ২১ বলে ২২ ও নাসিম ১৭ বলে ১৯ রান করেন। কিউইদের দারুণ দিন এনে দেন উইল ও’কারোক। ৪৩ রান খরচায় তিনি নেন চারটি উইকেট। দুটি করে উইকেট জমা করেছেন মিচেল ব্রাসওয়েল ও মিচেল স্যান্টনার।

ফাইনালে বোলারদের কাজ আপাতত শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আত্মবিশ্বাসের পারদ বাড়াতে কিউইদের প্রয়োজন ২৪৩ রান। পাকিস্তানের ১০ উইকেট।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন