ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল নিউজিল্যান্ড

  15-02-2025 12:16AM

পিএনএস ডেস্ক : লড়াই ছিল ‍দুটি— ত্রিদেশীয় শিরোপার লড়াই একটি, অপরটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রস্তুতি কেমন হলো সেটি পরখ করে নেওয়ার। দুটিতেই ডাহা ফেল পাকিস্তান। আট জাতির আসরকে সামনে রেখে টুর্নামেন্টে লেটার মার্ক পেয়ে পাশ করেছে নিউজিল্যান্ড। করাচিতে আজ পাকিস্তানকে ডুবিয়ে শিরোপাও ঘরে তুলেছে সফরকারী কিউইরা।

তিন দেশের সিরিজে সমীকরণ ঠেকেছিল ‍দুই দলের ফাইনালে। পাকিস্তান সেখানে ব্যাটিংয়ের পর বোলিংয়েও ধুঁকেছে। ৫ উইকেটের বড় হারে তারা শিরোপা খুঁইয়েছে। টুর্নামেন্টে এটি কিউইদের বিপক্ষে দুবারের দেখায় দ্বিতীয় হার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিউইদের বিপক্ষে খেলবে পাকিস্তান।

ধারণা করা হচ্ছিল, তিন দেশিয় সিরিজের আগের ম্যাচে যেভাবে রান উঠেছিল, সেই হিসেবে পাকিস্তান বুঝি রান পাহাড়ে চাপবে। কিন্তু ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা উল্টো মহাবিপদে পড়ে। মিডলের লড়াইয়ের পরও মনে হচ্ছিল রিজওয়ানের দল বুঝি দুইশ রানও জমা করতে পারবে না। তবে শেষদিকে সেটি আড়াইশ অবধি টেনে দেন নাসিম শাহ ও ফাহিম আশরাফ।

পাকিস্তান তাদের শুরুর ৮ উইকেট হারায় ২০২ রানে। নবম উইকেটে ফাহিম ও নাসিম ৩৯ রানের জুটি গড়েন। ফাইনালে পাকিস্তানের কেউ পায়নি ফিফটির দেখা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করা রিজওয়ান ও সালমান আগা যা লড়াই করেছেন। সর্বোচ্চ ৪৬ রান করেছেন রিজওয়ান। ৬৫ বল খেলে ৪৫ রানে থেমেছেন সালমান আগা।

তৈয়ব তাহির ৩৩ বলে ৩৮, বাবর আজম ৩৪ বলে ২৯, ফাহিম আশরাফ ২১ বলে ২২ ও নাসিম ১৭ বলে ১৯ রান করেন। কিউইদের দারুণ দিন এনে দেন উইল ও’কারোক। ৪৩ রান খরচায় তিনি নেন চারটি উইকেট। পরে ফাইনালের সেরা খেলোয়াড়ও হন। দুটি করে উইকেট জমা করেছেন মিচেল ব্রাসওয়েল ও মিচেল স্যান্টনার।

আড়াইশ রানের ছোট পুঁজিতে কিউইদের বড় বাধা হতে পারেননি পাকিস্তানের বোলাররা। শাহিন-নাসিমরাও পারেননি ফাইনালম্যান হতে। তবে দারুণ এক ফিফটিতে দলকে জযের দোড়গোড়ায় এনে দেন টম ল্যাথাম। তার আগে ফিফটি হাঁকান ড্যারিল মিচেল। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান আসে মিচেলের ব্যাটেই।

এদিন ওপেনার উইল ইয়ং ফেরেন ৫ রান করে। দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। ৪৮ রান করে ফেরেন কনওয়ে। ৩৪ রান আনেন উইলিয়ামসন। বাকি সময়ে ব্যাটিং দৃঢ়তা দেখান মিচেল ও লাথাম। মিচেলের ৫৭ রানের পর ল্যাথাম আনেন ৫৬ রান।

২৩২ রানে ল্যাথাম ফিরলেও বাকি পথে ভুল করেনি নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস টইটুম্বুর করেই তবে থেমেছে। ১৭ বলে ২০ রান করেন ফিলিপস। তাতেই ২৮ বল হাতে রেখেই ২৪৩ রান আনে নিউজিল্যান্ড। তাতেই আসরে টানা তিন জয় পায় কিউইরা। শিরোপাও ওঠে মিচেল স্যান্টনারদের হাতে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন