হাওরে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

  13-07-2024 04:34PM

পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্টের হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি পর্যটক আবীর হোসেন।

শনিবার (১৩ জুলাই) দুপুর ৩টা পর্যন্ত নিখোঁজ আবীরের সন্ধান মেলেনি। তবে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক আবীর হোসেন ঢাকার উত্তর মুগদা পাড়ার বাসিন্দা আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার মা আঁখি আক্তারসহ পরিবার নিয়ে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে আসেন আবীর। দুপুর ৩টার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামেন তারা।

এ সময় সঙ্গে থাকা একজন স্রোতে ভেসে যাওয়ার সময় তাকে সহায়তা করতে গিয়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন আবীর। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৬টায় উদ্ধার অভিযান শুরু করে। আলো স্বল্পতার কারণে রাতে বিরতি শেষে শনিবার সকাল ৮টায় দ্বিতীয় দফায় উদ্ধার শুরু করেন।

মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, শনিবার দুপুরের বিরতি শেষে আবারও উদ্ধার কাজ শুরু হয়েছে। নিখোঁজ আবীরকে উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন