চুয়াডাঙ্গা থেকে বিজিবি’র ৪ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

  17-08-2024 10:48PM

পিএনএস ডেস্ক: চুয়াডাঙ্গা থেকে চার কোটি টাকার মাদকদ্রব্য (এলএসডি) উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১৭ আগস্ট) জেলার জীবননগরের উথলী থেকে রাত ৮টায় মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় মাদকদ্রব্য লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অন্তর্ভুক্ত ক্যাম্পের পাশে নজরদারি বাড়ানো হয়।

এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে দুই চোরাকারবারি উথুলি হয়ে দর্শনা-চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলটিকে গতিরোধ করার চেষ্টা করে বিজিবি সদস্যরা। চোরাকারবারিরা মোটরসাইকেলটি রাস্তায় ফেলে মাঠের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে বিশেষ কায়দায় লোকানো ১শ মিলিগ্রামের চারটি বোতল (এলএসডি) উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকা।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন