মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা নিহত, নদীতে পড়ে ছেলে নিখোঁজ

  19-08-2024 08:05PM

পিএনএস ডেস্ক: নদীতে মাছ ধরতে গিয়ে ভোলায় বজ্রপাতে সালাউদ্দিন মাঝি (৩৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নদীতে পড়ে তার ছেলে মো. শাহিন (১১) নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন লিটন মাঝি নামের আরও একজন।

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন মাঝি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ারহাট বেড়িবাঁধ এলাকার আব্দুর রশিদ মাঝির ছেলে।

নিহতের চাচাতো ভাই হারুন মাঝি জানান, সালাউদ্দিন মাঝির নেতৃত্বে তার ছেলে শাহিন ও স্থানীয় লিটন মাঝি বিকেলের দিকে মেঘনা নদীতে মাছ ধরতে নামেন। পরে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন সালাউদ্দিন মাঝি। আহত হয়ে নদীতে পড়ে নিখোঁজ হন শাহিন। এসময় সঙ্গে থাকা লিটন মাঝিও আহত হন। পরে স্থানীয় জেলেরা সালাউদ্দিন মাঝির মরদেহ ও আহত লিটন মাঝিকে তীরে নিয়ে আসেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শাহিন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রজমান পাটওয়ারী ঘটনার সত্যত নিশ্চিত করেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন