মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ব্নিএনপি নেতাদের ক্ষোভ

  16-08-2024 06:05PM

পিএনএস ডেস্ক: জুমার নামাজ শেষে মোনাজাতের সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম না বলায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) নামাজের আগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন ঘোষণা দেন নামাজ শেষে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য দোয়া করা হবে। খতিব আরিফুল ইসলামকে একটি সাদা কাগজে নাম লিখে দেওয়া হয়। কিন্তু চট্টগ্রামের মিরসরাই মডেল মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম মোনাজাতে খালেদা জিয়ার নাম মুখে নেননি। শুধু ‘বিএনপির চেয়ারপারসন’ বলে তার সুস্থতার জন্য দোয়া করেন।

মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন বলেন, ‘এত বছর শেখ মুজিব, শেখ হাসিনা, এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর নাম বলে মোনাজাত করেছেন খতিব সাহেব। অথচ আজ লিখে দেওয়ার পরও আমাদের নেত্রীর নাম নেননি। এমন আচরণে আমরা ক্ষুদ্ধ। তার পক্ষপাতমূলক আচরণ মেনে নেওয়া যায় না।’

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মসজিদের খতিব হবেন নিরপেক্ষ, তিনি কোনো দলের না। কিন্তু আজ উনার আচরণে আমরা ব্যথিত হয়েছি। তিনি অতীতে নাম ধরে সবার নামে দোয়া করেছেন। অথচ উনাকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে লিখে দেওয়ার পরও তিনি ঘোষণা দেননি। মোনাজাতে আমাদের নেত্রীর নাম নেননি।’

তবে মিরসরাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম বলেন, ‘আমি গত জুমায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করে দোয়া করেছি। সেটি আমাদের ইউএনও স্যারের নজরে এলে তিনি আমাকে ফোন করেন। আজকেও জুমার আগে তিনি আমাকে ফোন করে বারণ করেন কারও নাম উল্লেখ করে দোয়া না করতে।’

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের মোবাইলে বিকেল ৪টা ৪০ মিনিটে ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।হোয়াটসঅ্যাপেও তাকে পাওয়া যায়নি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন