বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু

  25-10-2024 10:53AM


পিএনএস ডেস্ক : ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরিশালসহ উপকূলীয় অঞ্চলগুলোর অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সকাল ৮টার পর থেকে বৃষ্টি হয়নি। বর্তমানে আবহাওয়া স্বাভাবিক রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থেকে ১ নম্বর সতর্ক সংকেতে নামিয়ে আনা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

বরিশাল নৌ বন্দরে উপপরিচালক আব্দুল রাজ্জাক গণমাধ্যমকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বরিশাল লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়া আজ সকাল ৯টার পর থেকে নৌ চলাচল শুরু হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন