ময়মনসিংহে মাহিন্দ্রা-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

  14-02-2025 06:41PM

পিএনএস ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির।

নিহতরা হলেন- উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) ও সাতেঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. হামিদ (৩০)। এ ছাড়া আহত অটোরিকশাচালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে মো. শাহজালাল (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা, ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মনিরুল ইসলাম মারা যান। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন