ব্যাটসম্যানদের আত্মসমর্পণ মানতে পারছেন না পাপন

  27-03-2024 02:34AM

পিএনএস ডেস্ক:সিলেট টেস্টে শ্রীলংকার বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ দল। ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছেন স্বাগতিকরা। শ্রীলংকার দুই ইনিংসেই শতক করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। অথচ বাংলাদেশের ব্যাটসম্যানরা সেখানে ‘খাবি’ খেয়েছেন। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান তাইজুল ইসলামের। আর দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক করেছেন ৮৭।

৫১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫১ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যান তারা। লাল বলের ক্রিকেটে মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, শাহাদত হোসেন, লিটন দাসরা ছিলেন মলিন। সিলেট টেস্টে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণে মন খারাপ নাজমুল হাসান পাপনের। বিসিবি সভাপতি খুব কষ্ট পেয়েছেন। ব্যাটসম্যানরা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে, তা তিনি মানতেই পারছেন না। গতকাল নাজমুল হাসান বলেন, ‘ সমস্যা এখানে হারা নিয়ে নয়। সমস্যা হচ্ছে, যেভাবে তারা হেরেছে।

যেভাবে তারা খেলেছে, তাদের যে মাইন্ডসেট, অ্যাটিচিউড, শট নির্বাচন, এটা জঘন্য, বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে, হয় তারা এই সংস্করণ খেলতে চায় না, অথবা অন্য কোনো সমস্যা। এটা নিয়ে আমরা কষ্ট পেয়েছি। এ ধরনের শট নির্বাচন, এ ধরনের মাইন্ডসেট, এটা টেস্টে যায় না। এরা কেউ বাচ্চা ছেলে নয় যে হঠাৎ করে আজকে মাঠে নেমেছে এবং এসব বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে। এসব নিয়েই আমাদের মন খারাপ হয়েছে।’ দ্বিতীয় ইনিংসে লিটন দাস বাজে শট খেলে শূন্য রানে আউট হয়েছেন। এ নিয়ে সমালোচনার শিকার হয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। লিটন প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘বিশ্বকাপ থেকেই ওকে দেখতেছি। মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং। এ জন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি।’

বিসিবি সভাপতি মনে করেন লিটনকে টেস্টে না খেলিয়ে বিশ্রাম দিলে সে ভালোভাবে কামব্যাক করতে পারত। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচটাতে না খেলালেই ভালো হতো, আমাকে যদি জিজ্ঞেস করেন। তখন আপনারা বলতেন টেস্টে তার এমন রেকর্ড এই সেই কেন তাকে বাদ দিল। আমার ধারণা, এই সময়ে তাকে একটা ব্রেক দিলে ভালোভাবে ফিরে আসতে পারত।’

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন