পিএনএস ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ওই চরমপন্থী নেতার নাম সুশীল কুমার সরকার। তিনি উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
পুলিশ জানায়, কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ডেকে পাশে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত সুশীল ২টি হত্যা, ৩টি ডাকাতিসহ চাঁদাবাজির একাধিক মামলার প্রধান আসামি।’
পিএনএস/রাশেদুল আলম
রাজবাড়ীতে চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা
23-09-2024 12:07AM