পিএনএস ডেস্ক: গাজীপুরে আওয়ামী ‘সন্ত্রাসী’দের হামলায় আবুল কাশেম নামের এক শিক্ষার্থীর নিহতের ঘটনায় প্রতিবাদী গায়েবানা জানাজা ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের পর গায়েবা জানাজা অনুষ্ঠিত হয়। পরে প্রতীকী কফিন নিয়ে মসজিদ থেকে জোহা চত্বর ঘুরে আবারও একইস্থানে এসে মিছিল শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘স্বৈরাচারের দোসররা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
জানাজায় উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘৫ আগস্ট আমাদের অনেকে শহীদ হয়েছেন, আবার এ বিপ্লবের পরও অনেকে শহীদ হচ্ছেন। স্বৈরাচারের নেতারা চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। আমরা যদি বুনিয়ামুম মারসুস অর্থাৎ সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে ফ্যাসিস্টের দোসররা আরও মাথাচাড়া দিয়ে উঠবে। আমি বাংলাদেশের ছাত্রসমাজ এবং আপামর জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীরা শহীদ কাশেমকে নৃশংসভাবে হত্যা করেছে। আমাদের অনৈক্যের কারণে স্বৈরাচারের দোসররা এ সুযোগ নিচ্ছে। আমরা যদি একসঙ্গে প্রতিহত করতে না পারি তাহলে আগামীতে এই কাশেমের জায়গায় আপনি, আমিও থাকতে পারি।’
অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘বাংলাদেশ কখনও নেতৃত্বশূন্য থাকেনি। আপনারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং তাদের দোসরদের শাস্তি নিশ্চিত করুন। আর যদি তা করতে ব্যর্থ হন তাহলে গদি ছেড়ে দিন।’
পিএনএস/রাশেদুল আলম
কাশেম হত্যা রাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল
13-02-2025 11:35AM
![](/static/image/upload/news/2025/02/13/c5f8d6467d61a7af32674646bdbfa0a4_16.png?w=550&h=350)