পিএনএস ডেস্ক : ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে কয়েকদিন ধরেই চলছে বেশ আলোচনা। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তানজিন তিশার পুরোনো একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। যে ঘটনায় সোমবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়ে অভিযোগ জমা দিয়েছেন তিশা।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিশা সাংবাদিকদের জানান, আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তাই। আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হেরাজমেন্টের শিকার হই তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।
তিনি বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশনের তামিম নামের একজন সাংবাদিক এই অডিও রেকর্ডটি ফাঁস করেছে।’
তিশার দাবি, এই সাংবাদিক কয়েকদিন আগে তাকে এমন কিছু টেক্সট করেছেন যা সাংবাদিকতার নীতিবিরোধী। এজন্যই ওই সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন তিনি।
তিশা বলেন, ‘আমি যখন হাসপাতাল থেকে বাসায় ফিরে আসি, তখন তামিম নামের ওই সাংবাদিক আমাকে এমন এক টেক্সট করেন যা মুখেও আনতে পারছি না। এরপর আমি খুব রেগে যাই। তাকে কল দেই।’
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত ইস্যু নিয়ে উত্তাল মিডিয়া জগৎ। ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিন ভোর থেকে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তিনি হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে নানান ধরনের সংবাদ প্রকাশিত হয়। তবে হাসপাতাল থেকে ফিরে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি এ ঘটনা সবিস্তারে তুলে ধরেন।
পিএনএস/এএ
তামিম আমার অডিও ফাঁস করেছে: তানজিন তিশা
20-11-2023 10:40PM