নতুন আইটেম গানে নোরা ফাতেহি

  04-03-2024 12:48PM


পিএনএস ডেস্ক: নৃত্যশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন। এরপর অভিনেত্রী ও গায়িকা হিসেবেও মেলে ধরছেন নিজেকে। পেয়েছেন আকাশচুম্বী সফলতাও। এবার আরও একটি নতুন আইটেম গানে চুক্তিবদ্ধ হয়েছেন নোরা ফাতেহি। খবর : বলিউড হাঙ্গামা

‘মাদগাঁও এক্সপ্রেস’ শিরোনামে কমেডি, ড্রামা ও অ্যাডভেঞ্চার ধাঁচের সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে নোরাকে। এমনটাই নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক কুনাল খেমু। গানের নাম ‘ব্রিং ইট অন’।

সিনেমাটি ২২ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে। তিন বন্ধুর ঘুরতে যাওয়ার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী ও অভিনাশ তিওয়ারি। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নোরাকেও।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন