পিএনএস ডেস্ক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির দুই নেতা।
রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০ টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য জানান।
সাক্ষাতে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রোকনউদ্দিন অংশ নেন। তবে সাক্ষাতের বিষয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
পিএনএস/আনোয়ার
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাৎ
09-02-2025 02:40PM
![](/static/image/upload/news/2025/02/09/da7bb3a1eaa7d549042d256f67601f16_20.jpg?w=550&h=350)