সৌম্য-মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

  12-12-2024 09:28PM

পিএনএস ডেস্ক: মান বাঁচানোর ম্যাচে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৯ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে টাইগাররা। তবে চাপ সামাল দিতে ধীরগতিতে এগিয়ে নিচ্ছেন পরের ব্যাটাররা।

সেন্ট কিটসে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এমনিতেই সিরিজ হেরে মানসিকভাবে ধুঁকছিল বাংলাদেশ। সিরিজে একটি জয় পেতে একাদশে তিন পরিবর্তন এনেছে টাইগাররা। শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানার পরিবর্তে নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

এদিন টস হেরে শুরুতেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে সৌম্য সরকারকে নিয়ে মাঠে নামেন তানজিদ হাসান। ধারাবাহিক দুই ম্যাচে ভালো খেলা তানজিদ এদিন শূন্য হাতে ফিরে যান। আলজারি জোসেফের দ্বিতীয় ওভারে রাদারফোর্ডের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন এই ওপেনার।

পরে জোসেফের বলে তিনে নেমে শূন্য হাতে ফিরে যান লিটন দাসও। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নেন সৌম্য। কিছুটা দেখে শুনেই খেলছেন এই দুই ব্যাটার। প্রথম পাওয়ার প্লে শেষে অর্ধশতক তুলেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রান্ডন কিং, কিসি কার্টি, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, আমির জাঙ্গু ও জেডি ব্লেডস।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন