স্ত্রীর সঙ্গে ঝগড়া, অতঃপর ঘুমন্ত মেয়েকে পিটিয়ে হত্যা!

  08-12-2024 04:35PM

পিএনএস ডেস্ক: মাদারীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কলেজ পড়ুয়া মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা ফরহাদ গোমস্তার বিরুদ্ধে।

রোববার সকালে শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের গোমস্তা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইরিন আক্তার মুক্তি (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাঁধে। এসময় ফরহাদ গোমস্তার স্ত্রী তাকে অশ্লীল ভাষায় কথা বলে ও গালাগালি করে। এছাড়া তিনি তার মেয়েকে নিয়েও আজেবাজে কথা বলেন। এসব কথা শুনে একপর্যায় ফরহাদ ক্ষিপ্ত হয়ে তার মেয়ে আইরিনকে ঘরের ভেতরে থাকা কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে। আঘাতপ্রাপ্ত আইরিন ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা জানান, ফরহাদ দিনমজুরের কাজ করে সংসার চালান। স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হয় তার। রোববার সকালে ফরহাদের স্ত্রীর তার মেয়েকে নিয়েও বাজে কথা বলে।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত মেয়েকে পিটিয়ে হত্যা করে তার বাবা ফরহাদ গোমস্তা। মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন